My Blog

বর্তমান নাকি ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন?

বর্তমান নাকি ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন?


লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৫ এপ্রিল ২০২৫  

বর্তমান নাকি ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন?

ছবি: প্রতীকী


জন লেননের গল্প দিয়ে শুরু করা যাক। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক ও শান্তিকর্মী। তার কাছে জীবন ছিলো একটি দিনের সমতূল্য।  ১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই গায়ক সারা জীবন  যুদ্ধের বিপক্ষে ছিলেন। গতকাল কিংবা আগামীকাল কে গুরুত্ব দেওয়ার বদলে তিনি বর্তমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করে গেছেন।

জন লেননের ভাষায় ‘‘জীবন হলো শুধুমাত্র একটি দিনের মতো। আপনি একদিন জন্মগ্রহন করেছেন, একদিন মরে যাবেন। সব কিছু একদিন ঘটে যাবে। আজকের দিনটিই হচ্ছে আপনার জীবন। গতকাল? দিনটি এরই মধ্যে চলে গেছে। আগামীকাল? এখনও আসেনি। আপনি আজকের দিনটিতে বসবাস করছেণ। আজকের দিনটিই শুধুমাত্র আপনার জীবন। আজকের দিনটি শুধুমাত্র ছোট্ট একটি পার্ট নয়—আপনার জীবনের জন্য। আজকের দিনটিই হলো জীবন। আজকের দিনটি উদযাপন করুন।’’

জন লেনন বলেন, ‘‘প্রতিটি দিন সুখী থাকুন। পরের বছরের জন্য সুখী হওয়ার উপলক্ষ্য জমিয়ে রাখবেন না। আপনি বলবেন না যে, আমি সুখী একটি জীবন চাই। সুখ হলো এক ধরনের ইল্যুশন—এ কথা বলবেন না। আমি প্রতিদিন সুখী হতে চাই। আপনি যখন একটি সুখী দিন পাবেন আপনি একটি সুখী জীবন পাবেন।’’ 

জন  লেননের এই বোঝাপড়ার সঙ্গে নিজের বোঝাপড়া একবার মিলিয়ে নিতে পারেন। জোর দিতে পারেন বর্তমান সময়টাতে।

ঢাকা/লিপি



[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts